Latest News

কলকাতা পুলিশের এসিপি মৃত পুরীর হোটেলে, ঘরেই পড়ে নিথর দেহ

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মৃতদেহ উদ্ধার হল পুরীর হোটেলে। সপরিবারে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই সোমবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে মৃতের নাম অলোক রায়। তাঁর পরিবার সূত্রের খবর, সোমবার বিকেলে সকলে ঘুরতে বেড়িয়েছিলেন। কিন্তু অলোকবাবু কোথাও বেরোতে চাননি। তিনি হোটেলেই রয়ে গিয়েছিলেন। পুরীর সোনা ইন্টারন‍্যাশনাল হোটেলে তাঁরা উঠেছিলেন।

পরে সকলে হোটেলে ফিরে দেখেন ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে অলোকবাবুর দেহ। সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন বাড়ির লোকজন। চিকিৎসক এসে জানান, অলোকবাবুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরীর পুলিশ তাঁর দেহ নিজেদের হেফাজতে রেখেছে। যোগাযোগ করা হয়েছে কলকাতা পুলিশের সঙ্গেও।

কেন এমন অস্বাভাবিক মৃত্যু হল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ মঙ্গলবার সেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। উল্লেখ্য, পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু হয়েছে।

You might also like