
এদিন আবারও লিটার প্রতি ৩৪ পয়সা দাম বাড়ল পেট্রলের। আজ কলকাতার বুকে পেট্রল কিনতে গেলে গুনতে হবে লিটার প্রতি ১১০ টাকা ৪৯ পয়সা। সেদিক থেকে স্বস্তি দিয়েছে ডিজেল। আগের দামই অপরিবর্তিত থাকছে। গতকালের দামেই বিক্রি হবে ডিজেল। লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা।
প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানির দাম। যার প্রভাব পড়ছে মধ্যবিত্তের হেঁসেলে। টান পড়ছে পকেটের। সবজির দাম বাড়ছে পাল্লা দিয়ে। পেট্রল ডিজেলের বাড়তি খরচ দাম বাড়িয়েই পুষিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে, দেশজুড়ে সোমবার থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২ হাজার ৫০ টাকা। আগে এই দাম ছিল ১৭৩৪ টাকা। বাণিজ্যিক গ্যাস মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই ব্যবহৃত হয়। তাতেও চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।