
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্র সরণিতে বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি (Kolkata)। তিন পুলিশকর্মীর ঘাড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বিপজ্জনক বাড়ির একাংশ (Old House)। এতে তিনজনই আহত হন।
আরও পড়ুন: টোটোর মধ্যে টিভি, সিসিটিভি! শাসনের রাস্তায় নিত্য ছোটে চোখ ধাঁধানো এই গাড়ি
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরণির উপর (Kolkata)। কাছেপিঠেই কোনও ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন ওই তিন পুলিশকর্মী। তদন্ত সেরে ফেরার পথে এই বিপত্তি। এলাকার একটি প্রাচীন বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত পুলিশকর্মীরা হলেন, সিভিক ভলান্টিয়ার বাবুরাম দত্ত এবং সাব ইনস্পেক্টর বৈভব সারফ ও পরিমল আদক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজনই।
জানা গেছে আহত তিন পুলিশকর্মী বড়বাজার থানায় কর্মরত। যে বাড়িটি মঙ্গলবার ভেঙে পড়েছে সেটি বহু বছরের পুরনো তো বটেই, বিপজ্জনক বাড়ির আখ্যাও পেয়েছে অনেকদিন হল। নিকটবর্তী এলাকায় তদন্ত সেরে ফিরছিলেন ওই পুলিশকর্মীরা। ফেরার পথে এই ১৮৭ নম্বর রবীন্দ্র সরণির সামনে খানিকক্ষণ দাঁড়িয়েছিলেন। বাড়িটির দোতলার কার্নিশ হঠাৎ ভেঙে পড়ে। তিনজনই গুরুতর আহত হন।
গত কয়েকদিন ধরে কলকাতা ও আশপাশের এলাকায় যেভাবে বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে বর্ষা এসে গেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরেই এমন বৃষ্টিপাত। সোমবার থেকেই দপফায় দফায় ভিজছে শহর। সেই কারণেই এই পুরনো বাড়ি ভেঙে পড়ল বলে মনে করা হচ্ছে।