Latest News

কলকাতার ভোটে কেন্দ্রীয় বাহিনী: ডিভিশন বেঞ্চে গেল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপি যে মামলা করেছিল বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ আস্থা রেখেছিল রাজ্য পুলিশের উপরেই। কিন্তু সিঙ্গল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল বিজেপি।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিজেপির মামলা গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

কলকাতার পুরভোটে আর দু’দিন মাত্র বাকি। আগামী রবিবার ১৯ ডিসেম্বর ভোট হওয়ার কথা। কিন্তু এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে বিজেপি। এ নিয়ে তারা সুপ্রিম কোর্টেও গিয়েছিল। কিন্তু দেশের শীর্ষ আদালত বলেছে হাইকোর্টই এই ব্যাপারে বিবেচনা করতে পারবে। মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছিল তারা।

হাইকোর্টে বৃহস্পতিবার বিজেপির সেই আবেদন খারিজ হয়ে গেছে। কিন্তু নিজেদের দাবিতে নাছোড়বান্দা গেরুয়া শিবির। একক বেঞ্চে ধাক্কা খেয়েও তারা থামেনি। এবার প্রধান বিচারপতির ডিভিশনে বেঞ্চে গেছে তারা। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এই মামলার জল আরও কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

You might also like