
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক (Kolkata Metro)। হঠাৎই মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা মেট্রোরেলের আধিকারিকরা। কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: বৃষ্টিবাদলে বিপত্তি, তিন পুলিশকর্মীর মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শহরের বিপজ্জনক বাড়ি
সূত্রের খবর, বুধবার সকালে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল ওই মেট্রো। ময়দান স্টেশনে যখন মেট্রোটি দাঁড়িয়েছে তখন হঠাৎ দেখা যায় রেক থেকে ধোঁয়া বেরোচ্ছে। চালক প্ল্যাটফর্মেই মেট্রো থামিয়ে দেন, যাত্রীরা নেমে আসেন। খবর পেয়ে ছুটে আসেন মেট্রোর আধিকারিকরা।
ঠিক কী কারণে ওই রেক থেকে ধোঁয়া বেরিয়েছে, আগুন লেগেছে কিনা তা স্পষ্ট জানা যায়নি। তবে কিছুক্ষণের মধ্যেই চলাচল স্বাভাবিক হয়।