Latest News

Kolkata Metro: চালু হওয়ার পথে শিয়ালদহ মেট্রো, শেষপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখে সন্তুষ্ট জিএম

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথমে ঠিক হয়েছিল পয়লা বৈশাখের আগেই চালু করা হবে শিয়ালদহ মেট্রো। কিন্তু সময়ে কাজ শেষ হয়নি। যেকারণে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হয়নি মেট্রো। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, আর কিছুদিনের মধ্যে চালু হবে বহু প্রতিক্ষিত শিয়ালদহ মেট্রো স্টেশন।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বৃহস্পতিবার স্টেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিএন ঝাঁ, এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিন জেনারেল ম্যানেজার এসকেলেটর, গেট, স্টেশন কন্ট্রোল রুম, ফায়ার এবং স্মোক ডিটেকশন এবং সাপ্রেশন সিস্টেম–সহ অন্যান্য যাত্রী সুবিধাগুলি খতিয়ে দেখেছেন। এরপর তিনি পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত ফুটপ্লেট পরিদর্শন করেছেন।

আরও পড়ুন:‌ বাজার ছেয়ে চেন্নাইয়ের ‘পারিকুল’,মরসুমের প্রথম আম কিনতে হাত পুড়ছে আমজনতার‌

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রস্তুতি দেখে সন্তুষ্ট অরোরা। আশা করা যাচ্ছে, যাত্রীদের জন্য মেট্রো স্টেশন চালু হওয়া এখন কিছুদিনের অপেক্ষা।

যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ১৮টি এসক্যালেটর। থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। যেহেতু বহু যাত্রী ওঠানামা করবেন তাই আইল্যান্ড প্ল্যাটফর্ম রাখা হয়েছে। ইতিমধ্যেই স্টেশন সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে। ফ্লোর সাজানোর কাজ শেষ হয়েছে।

You might also like