
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যের পর হঠাৎই শহরের (Kolkata) রাস্তায় ধস নামে! বড়বাজার এলাকায় এই ধস (Landslide) নামাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও এখনও পর্যন্ত কেন এমন ঘটনা ঘটল তার কারণ জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যের পর বড়বাজার এলাকায় হঠাৎই রাস্তার মাঝে ধস দেখতে পান এলাকার মানুষ। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। খবর যায় পুরসভার কাছে।
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুরসভার আধিকারিকরা। শুরু হয় মেরামতির কাজ। পুরসভার এক আধিকারিকের কথায়, মাটির নীচে পাইপ ফেটে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটেছে। আগামীদিনে যাতে এমন না হয় তার সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বড়বাজারের ব্রেবোর্ন সেতুর শেষ প্রান্তে ধস দেখা দেয়। এই অংশে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। বিপত্তি এড়াতেই পদক্ষেপ বলে জানা গেছে পুলিশের তরফে।
হাইকোর্টের রায়ের পর কলকাতায় প্রথম ই-ভোটিং হতে চলেছে নিউটাউনের আবাসনে