
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ (Duyare Ration) প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে (Highcourt) গিয়েছেন রেশন ডিলারদের একাংশ। এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্য সরকারকে সবুজ সংকেত দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কিন্তু সেখানেও স্বস্তি পেল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট।
উত্তরবঙ্গের মুখ হিসেবেই সুকান্ত সভাপতি, দু’মাসে তিন পুরস্কার দিল্লির
এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে রাজ্যে ‘দুয়ারে রেশন’ চলবে। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেওয়া হবে না। তবে রাজ্যকে দুয়ারে রেশন নিয়ে হলফনামা দিতে বলেছেন বিচারপতি। বলা হয়েছে, কোন কোন আইনের ভিত্তিতে দুয়ারে রেশন তৈরি, তা হলফনামায় জানাতে হবে রাজ্য সরকারকে।
এই হলফনামা দেওয়ার জন্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বর মাসে।
‘দুয়ারে রেশন’ নিয়ে ডিলারদের অভিযোগের ভিত্তিতে করা মামলায় রাজ্য সরকারের এই প্রকল্পে সিলমোহর দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান রেশন ডিলারদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেন, কিন্তু সোমবারের শুনানিতে তাতে স্থগিতাদেশ দেওয়া হল না।