Latest News

খড়্গপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটির কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) বি-টেকের ছাত্র ফৈজান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর (student death) ঘটনায় এবার আইআইটি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ব্যাপারে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে সে কথা রিপোর্ট আকারে সোমবারের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Kolkata High court)।

গত ১৪ অক্টোবর আইআইটির হস্টেলের ঘরে মিলেছিল ফৈজানের দেহ। প্রাথমিকভাবে বলা হয়, তিনি মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রের বাবা মায়ের বক্তব্য, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যে ভাবে তদন্ত করা দরকার ফৈজানের ক্ষেত্রে তা করা হয়নি। দায়সারা ভাবে তদন্ত করে সব গুটিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন ফৈজানের বাবা-মা সেলিম ও রেহানা আহমেদ। অভিযোগ, তাঁদের পুত্রকে খুন করা হয়েছে। পুলিশ খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের কপি তাঁদের দেওয়া হচ্ছে না।

এই ঘটনায় গত ১ নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন গুয়াহাটির বাসিন্দা ওই দম্পতি। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে দায়ের হওয়া সেই মামলায় ঘটনার তদন্তভার পুলিশের কাছ থেকে সরিয়ে সিবিআই কিংবা সিআইডি’কে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেই মামলাতেই এবার খড়্গপুর আইআইটিকে সতর্ক হওয়ার বার্তা দিল হাইকোর্ট। ক্যাম্পাসে কিংবা হস্টেলে র‍্যাগিং নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে আদালত। এ বিষয়ে আইআইটির তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সোমবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও জানানো হয়েছে, ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে পুলিশকে তূদ্ন্তের এযাবৎ যা অগ্রগতি হয়েছে, তার রিপোর্ট জমা করতে হবে। সেই শুনানিতে তদন্তকারী অফিসার এবং পুলিশ সুপারকে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসের মধ্যে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। শিক্ষক ও পড়ুয়াদের একাংশের বক্তব্য, ছাত্র মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের তরফে যতটা মানবিকভাবে অভিভাবকের পাশে দাঁড়ানো উচিত ছিল তারা তা করেনি। এই বিষয়ে তদন্ত করতে ফৈজানের শিক্ষকরা একটি কমিটি গড়েছেন। তাঁরা খতিয়ে দেখছেন, ফৈজানের মৃত্যুর খবর জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছিল।

খড়্গপুর আইআইটির সেই ছাত্রকে খুন করা হয়েছে অভিযোগ তুলে হাইকোর্টে বাবা-মা

You might also like