Latest News

বেলেঘাটার লোহার কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে গেছেন অন্তত দু’জন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata Fire Broke Out)। বেলেঘাটার লোহার কারখানায় এদিন হঠাৎই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়াতে থাকে চারিদিকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর চেষ্টা। জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ঝলসে আহত হয়েছেন দু’জন।

জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বেলেঘাটার সুরেন সরকার স্ট্রিটে একটি লোহার ছাটের কারখানায় আগুন লাগে। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। তার মধ্যেই দমকলকর্মীরা শুরু করেন উদ্ধার কাজ। এখনও পর্যন্ত দু’জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।

কলকাতায় গোলাগুলি! গভীররাতে চলল সমাজবিরোধীদের তাণ্ডব, গ্রেফতার ২

You might also like