
দ্য ওয়াল ব্যুরো: তিনবছর পরে আবারও ফিরছে কলকাতা ডার্বি (Kolkata Derby 2022)। সেই কারণেই উন্মাদনা বেশি। টিকিটের হাহাকার তো আছেই, দুটি দল নতুনভাবে মরশুম শুরু করেছে। তাদের কাছেও পরীক্ষার বিষয়।

ডার্বির আগে দুটি দলই এক বিন্দুতে রয়েছে (East Bengal-Mohun Bagan Match)। ডুরান্ড কাপে (Durand Cup 2022) দুই প্রধানই জয়ের মুখ দেখেনি। এটিকে মোহনবাগান তবু প্রস্তুতি ম্যাচে মহমেডানকে হারিয়েছে। ইমামি ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি। যে তিনটি ম্যাচ লাল-হলুদ এখনও পর্যন্ত খেলেছে, গোলও করতে পারেনি তারা। চলতি আসরে বাগান শিবির চার গোল খেলেও দিয়েছে তিনটি।
প্রথম একাদশ এমন কেউ নেই, যিনি গোল করে ম্যাচে নায়ক বনতে পারেন। দুই দলেই গোল করার লোকের অভাব। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস চলে যাওয়ায় সমস্যায় সবুজ মেরুন দূর্গ।
গোলের জন্য লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি, মনবীর সিংহের ওপরে কোচের ভরসা রয়েছে। কিয়ান গত বড় ম্যাচে গোল করে নায়ক বনেছিলেন। তিনি এবার দলে সুযোগ পাবেন কিনা সন্দেহ।
মনবীর সিংহ ফরোয়ার্ডে খেলবেন, তাঁর সঙ্গী কাউকো কিংবা বৌমাসের মধ্যে কেউ হবেন। মাঝমাঠে লিস্টন, কার্ল ম্যাকহুগ এবং আশিক কুরুনিয়ান খেলতে পারেন। রক্ষণে শুভাশিস বসু, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল ও আশিস রাই খেলবেন। গোলে বিশাল কাইত।
লাল হলুদে সবচেয়ে সমস্যা গোল করার। সুমিত পাসি ও ভি পি সুহের গোল পাচ্ছেন না, মিস করছেন অজস্র। রক্ষণে জেরি লালরিনজুয়ালা এবং লালচুংনুঙ্গা ভরসা দিচ্ছেন কোচকে। বাঁ দিক থেকে তুহিন দাস নজর কেড়েছেন।
কিরিয়াকুকে ফিট মনে হয়নি গত ম্যাচে। বিদেশীদের মধ্যে আলেক্স লিমাও তেমন নজর কাড়তে পারেননি। বড় ম্যাচে কী হয় সেটাই দেখার।
সম্ভাব্য দল: এটিকে মোহনবাগান: বিশাল কাইত (গোলে), শুভাশিস বসু, ফ্লোরেন্তিন পোগবা, আশিস রাই, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, হুগো বৌমোস, কার্ল ম্যাকহুগ, আশিক কুরিয়ান, জনি কাউকো এবং মনবীর সিং।
ইমামি ইস্টবেঙ্গল: কমলজিৎ সিংহ (গোলে), লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, মহম্মদ রকিপ, তুহিন দাস, অনিকেত যাদব, আলেক্স লিমা, অমরজিৎ সিং, এলিয়ান্দ্রো/হিমাংশু জাংরা ও ভিপি সুহের।
ডার্বির আনন্দ কি ভেস্তে যাবে বৃষ্টিতে? কী বলছে আবহাওয়া দফতর