Latest News

কলকাতায় ভোট শুরু, বুথে বুথে আঁটোসাটো নিরাপত্তা, সিসিটিভির নজরদারি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকে চেনা মেজাজে শুরু হয়ে গেছে কলকাতা পুরসভার ভোট। মানুষ বুথে যেতে শুরু করেছেন সকাল থেকেই। নিরাপত্তার বজ্র আঁটুনিতে ভোট হচ্ছে শহরে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি বুথে রয়েছে সিসিটিভির কড়া নজরদারি।

শহরের বিভিন্ন তল্লাটে নাকা তল্লাশি শুরু হয়ে গেছে গতকাল থেকেই। বাইরে থেকে আসা যে কোনও গাড়িকেই এই তল্লাশির মুখে পড়তে হয়েছে। কলকাতায় মোতায়েন করা হয়েছে মোট ২৩ হাজার ৫০০ পুলিশ বাহিনী। তার মধ্যে কলকাতা পুলিশ রয়েছে ১৮ হাজার এবং রাজ্য পুলিশ রয়েছে সাড়ে ৫ হাজার। এছাড়াও আরও কিছু পুলিশ ফোর্স রাখা হয়েছে। বড় কোনও ঘটনা ঘটলে তাদের কাজে লাগানো হবে।

কলকাতার মোট ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথ রয়েছে ৪ হাজার ৯৫৯টি। আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার হবে ভোটগণনা।

You might also like