
উৎপল চট্টোপাধ্যায়
এখনই বলা সম্ভব নয়, ভারতের টসে হারটা ম্যাচের পার্থক্য গড়ে দেবে কিনা। এজবাস্টন টেস্টে (Test) ইংল্যান্ডের (England) টসে জয়, ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা, তার জন্য প্রথমদিনটাই যথেষ্ট।
এই টেস্ট ম্যাচটি সবদিক থেকে ঐতিহাসিক হতে চলেছে। কারণ দীর্ঘ তিন দশক পরে যশপ্রীত বুমরা কোনও পেসার হিসেবে জাতীয় দলকে অধিনায়কত্ব দিচ্ছে। এটা ভারতীয় ক্রিকেটে বিশেষ প্রাপ্তি বলা যেতে পারে। কপিলদেবের পরে বুমরাই সেই পেসার যে এই সম্মান পেল।
উত্তাল আটলান্টিকে অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশ ক্রিকেটাররা
এই ম্যাচে চেতেশ্বর পূজারা ওপেনিং করছে দেখে অনেকেই অবাক হয়েছে। এটাই হওয়া উচিত ছিল, কেননা কাউন্টি ক্রিকেটে এবার পূজারা দারুণ ফর্মে বিরাজ করেছে। একাধিক সেঞ্চুরি করেছে, সেই হিসেবে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল। সেটাই ওকে তুলে আনার কারণ। পূজারা স্থিতধী ক্রিকেটার, ক্রিজে থাকলে রান আসবেই।
এজবাস্টনের এই মাঠ বিরাট কোহলির কাছে লাকি গ্রাউন্ড। ২০১৮ সালে এই মাঠে ভারতীয় দল হারলেও টেস্টে দু’ইনিংসেই রান পেয়েছিল কোহলি। প্রথম ইনিংসে করেছিল ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করে বিরাট।
তাই মন বলছে এই মাঠে কোহলির সেঞ্চুরি খরা মিটতেই পারে। তিনবছর আগে শেষ সেঞ্চুরি করেছিল কোহলি। তারপর আর সেঞ্চুরি নেই ব্যাটে। এজবাস্টন কি কোহলিকে সেঞ্চুরির পথ দেখাবে? সময়ই তার জবাব দেবে।