
দ্য ওয়াল ব্যুরো: করোনার উদ্বেগ যেতে না যেতেই ডেঙ্গু-ম্যালেরিয়া (Dengue-Malaria) ভাবাচ্ছে কলকাতা পুরসভাকে (KMC)। কলকাতা জুড়ে ডেঙ্গু-ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা রীতিমতো চিন্তায় ফেলেছে। কলকাতার কোন কোন ওয়ার্ডে ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রবণতা বেশি তারই এক তথ্য পাওয়া গেছে পুরসভা সূত্রে।
ডেঙ্গু প্রবণতা কোথায় কোথায় দেখা যায়? (Dengue-Malaria)
১ নম্বর বরোর ২টি ওয়ার্ড
৬ নম্বর বরোর ৩টি ওয়ার্ড
৭ নম্বর বরোর ২টি ওয়ার্ড
৮ নম্বর বরোর ২টি ওয়ার্ড
৯ নম্বর বরোর ১টি ওয়ার্ড
১০ নম্বর বরোর ৪টি ওয়ার্ড
১১ নম্বর বরোর ১টি ওয়ার্ড
১২ নম্বর বরোর ১টি ওয়ার্ড
ম্যালেরিয়ার প্রবণতা কোথায় কোথায় বেশি? (Dengue-Malaria)
১ নম্বর বরোর ৫টি ওয়ার্ড
২ নম্বর বরোর ৫টি ওয়ার্ড
৩ নম্বর বরোর ১টি ওয়ার্ড
৪ নম্বর বরোর ১০টি ওয়ার্ড
৫ নম্বর বরোর ১১টি ওয়ার্ড
৬ নম্বর বরোর ১০টি ওয়ার্ড
৭ নম্বর বরোর ৪টি ওয়ার্ড
৮ নম্বর বরোর ১১টি ওয়ার্ড
৯ নম্বর বরোর ৬টি ওয়ার্ড
১০ নম্বর বরোর ৫টি ওয়ার্ড
১৩ নম্বর বরোর ১টি ওয়ার্ড
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ এই তথ্য তুলে ধরে বলেন, ২০২১ সালে তথ্য অনুযায়ী ৬৯টি ওয়ার্ড এখনও ম্যালেরিয়া প্রবণ। অন্যদিকে ডেঙ্গু প্রবণ ওয়ার্ড ১৬টি।
আগাম সতর্কতাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, আগের বছর যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের রক্তের নমুনা সংগ্রহের কাজ চলছে।
সেক্স অবিরাম! দেদার বিকোচ্ছে ‘দেশি ভায়াগ্রা’, মিলছে সবজি বাজারেও, করোনার পর চাহিদা তুঙ্গে