Latest News

কলকাতা পুরসভার ওয়েবসাইট দু’দিন ধরে অকেজো! ভোগান্তিতে নাগরিকরা

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Issue) বর্তমানে ইডির (ED) হেফাজতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই ইস্যুতেই এখন সরগরম রাজ্য রাজনীতি। সেই গোলমালেই প্রশাসনের হয়তো খেয়ালই নেই, গত দু দিন ধরে অকেজো (Not Functioning) হয়ে পড়ে রয়েছে কলকাতা পুরসভার (KMC) ওয়েবসাইট www.kmcgov.in।

Image - কলকাতা পুরসভার ওয়েবসাইট দু'দিন ধরে অকেজো! ভোগান্তিতে নাগরিকরা

কলকাতা পুরসভার বাসিন্দাদের জন্য এই ওয়েবসাইটটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। নাগরিক জীবনের যাবতীয় জরুরি কাজ করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমেই। শিশুর জন্মের শংসাপত্র থেকে শুরু করে মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র, কিংবা ব্যবসার লাইসেন্সের জন্য আবেদন করা, অথবা সম্পত্তির মিউটেশনের কাজ, সবই হয় এই সাইটের মাধ্যমে। এমনকী, পুরসভার কর জমা দেওয়ার জন্যও বাসিন্দাদের এই ওয়েবসাইটেরই দ্বারস্থ হতে হয়। এমনকী, পুরসভার রাস্তাঘাট, জলের বন্দোবস্ত, স্বাস্থ্য, শিক্ষা-সবকিছুর বিষয়েই পুঙ্খানুপুঙ্খ তথ্য মেলে এই সাইটেই।

KMC: অপরিচ্ছন্ন জলসত্রে বিপদ, বন্ধ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

নাগরিক জীবনের এতখানি গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের পরিষেবা থেকে গত দু’দিন যাবৎ বঞ্চিত হচ্ছনে মানুষজন। অভিযোগ, সেদিকে ভ্রূক্ষেপই নেই প্রশাসনের।

তবে শেষমেশ টনক নড়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এই বিষয়ে একাধিক অভিযোগ পেয়েছেন। যত দ্রুত সম্ভব ওয়েবসাইটটি মেরামত করার চেষ্টা করছেন তাঁরা।

You might also like