
গত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে অবসর নেওয়া কর্মচারীদের এখন পেনশন (pension) চালু করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পুরসভার এই সিদ্ধান্ত জানাজানি হতে পুরসভায় শোরগোল পড়ে যায়। কিন্তু পুরকর্তারা কেউই প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করেননি। বস্তুত এই সংক্রান্ত প্রশ্ন হতে পারে ধরে নিয়ে অনেক পুরকর্তাই এদিন ফোন ধরেননি।
কিন্তু পুরসভা সূত্রে জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে অবসর নেওয়া পুর কর্মীদের এখনও পেনশন দেওয়ার কাজ শুরু হয়নি। প্রায় রোজই পুরসভার কন্ট্রোল রুমে এ নিয়ে ফোন আসছে। টক টু মেয়র অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মীদের কেউ কেউ পেনশন না পেয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু পরিস্থিতির কোনও হেরফের হয়নি।
শুধু পেনশন আটকে দেওয়াই নয়, পুরসভা সূত্রে জানা গিয়েছে ঠিকা কর্মচারীদের একাংশের বেতন বন্ধ আছে। সবটাই আর্থিক সংকটের কারণে।
মেয়র হিসেবে শপথ নেওয়ার দিন ফিরহাদ হাকিম মঞ্চে জানিয়ে দিয়েছিলেন পরিস্থিতি ভালো নয়। পুরসভার আর্থিক হাল খারাপ। বিপুল দেনার বোঝা মাথায় নিয়ে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালনের ভাব নিচ্ছেন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই ফিরহাদ হাকিম নবান্নের প্রস্তাব পাঠান, অন্তত এককালীন কিছু অর্থ পুরসভাকে অনুদান বাবদ দেওয়ার জন্য। কিন্তু নবান্ন এখনও পর্যন্ত এ নিয়ে উচ্চবাচ্য করেনি। তবে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে রাজ্যসরকারের আর্থিক অবস্থা ভাল নয়। ফলে পুরসভার অর্থসংকটের ভার নবান্নের পক্ষে নেওয়া সম্ভব নয়।
আরও একটি পথ সন্ধান করেছেন ফিরহাদ। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের কাছ থেকে স্বল্প সুদে হাজার দুই কোটি ঋণ নেওয়ার প্রস্তাবে নবান্নের অনুমোদন চেয়েছেন। সে ব্যাপারেও সবুজ সংকেত দেয়নি নবান্ন।