Latest News

KMC: কলকাতার বহুতলে বাড়ছে পার্কিং লটের জায়গা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের পার্কিং লট (Parking Lot) নিয়ে এবার বড়সড় রদবদল করতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এক লক্ষ বর্গফুট বা তার বেশি জমি জুড়ে নির্মাণের জন্য অনুমোদিত জায়গার বাইরে গিয়ে এবার পার্কিং স্থান করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর সাহসিকতাকে কুর্নিশ,’ বিধানসভায় একথা কেন বললেন শুভেন্দু

পুরসভা সূত্রে খবর, খুব শীঘ্রই এই নিয়ম বাস্তবায়িত হতে চলেছে। প্রতিটি পল্ট বা জমির জন্য একটি নির্দিষ্ট সীমার অনুমোদন দেওয়া হয় নির্মাণের জন্য। এছাড়াও কেএমসি-র বিল্ডিং নিয়ম দ্বারাই ঠিক করা হয় কোনও বিল্ডিং বা হাউজিং কমপ্লেক্সে নির্দিষ্ট সংখ্যক ফ্ল্যাটের জন্য কতগুলি পার্কিং স্লট রাখা যাবে।

তার বাইরে যদি কোনও পার্কিং স্পেস রাখতে হয় তাহলে তা অনুমোদিত মোট বিল্ড আপ এলাকাতেই করতে হবে। কিন্তু বর্তমানে পুরসভার তরফে যে নির্দেশ জারি হয়েছে তাতে এখন আর তা হবে না। অর্থাৎ নির্মাণের জন্য অনুমোদিত সীমার ওপরে বেশি পার্কিং জায়গার অনুমোদন দেওয়া হবে।

আরও পড়ুনঃ কাল বিধানসভায় মমতা শুভেন্দু টক্কর! অনেক বছর পর আলোচনায় স্বরাষ্ট্র দফতরের বাজেট

প্রসঙ্গত, প্রতিটি পল্টকে একটি নির্দিষ্ট ফ্লোর এরিয়া রেশিও দেওয়া হয়, যার ভিত্তিতে পুরসভা ঠিক করে কতটা নির্মাণের অনুমোদন দেওয়া হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, ‘আগের নিয়মের বদল আসছে। ফলে ১ লক্ষ বর্গফুট বা তার বেশি বড় আয়তনের আবাসিকগুলির এই নিয়ম পরিবর্তনে উপকৃত হবে।

যদি ফ্লোর-এরিয়া-রেশিও-র ওপরেই পার্কিং স্পেস বার করে নেওয়া হয়, তাহলে আরও বেশি করে ফ্ল্যাট তৈরির জায়গা থাকবে। ফলে উপকৃত হবেন নির্মাতারাই।

You might also like