
টেস্টে দলের নেতা কোহলি হলেও তাঁর ডেপুটি পদে ছিলেন রোহিতই। কিন্তু তিনি চোটের কারণে সিরিজ থেকে বাদ যাওয়ার পরে লোকেশই হন সহ অধিনায়ক। মনে করা হচ্ছে, রাহুলই যোগ্য দাবিদার এই পদের। তাঁর প্রতি বোর্ড কর্তাদের ভরসা রয়েছে। তার মধ্যে লোকেশ চলতি টেস্টেও দারুণ ফর্মে বিরাজ করছেন।
সব থেকে বড় কথা, গত চারবছরে লোকেশ দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনটি ফরম্যাটেই। তাই তাঁকেই দলের অধিনায়ক করার দাবি উঠছে।
রোহিতের ফিটনেস নিয়ে সমস্যা ধরে পড়ে তাঁকে ওয়ান ডে দলের নেতা করার পর থেকেই। প্রথমে মনে করা হয়েছিল, চোট গুরুত্বপূর্ণ নয়, কিন্তু হিটম্যানকে পাঠানো হয় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে রিহ্যাব চললেও তিনি সুস্থ হতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় রোহিতের ওয়ান ডে সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি।