Latest News

দুরন্ত সেঞ্চুরি লোকেশের, কোহলি আউট ৩৫-য়ে, পরীক্ষা রাহানের

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আবহে  দারুণ সেঞ্চুরি উপহার দিলেন লোকেশ রাহুল। বক্সিং ডে-তে শুরু হওয়া টেস্টে প্রথম ইনিংসে অনবদ্য খেলেছেন ভারতের ওপেনার। প্রথমে অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন ১১৭ রান। তারপর কোহলির সঙ্গে নিজের ব্যক্তিগত সেঞ্চুরি করে নিয়েছেন লোকেশ। তিনি এখনও অপরাজিত রয়েছেন ১২২ রানে, তাঁর সঙ্গে অজিঙ্ক্যা রাহানে (৮১ বলে ৪০)। দিনের শেষে ভারতের রান ২৭২/৩।

২১৮ বলে ১০০ রান করেছেন লোকেশ, সেইসময় তিনি মেরেছেন ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে তাঁর এই সেঞ্চুরি যথেষ্ঠই আশাব্যঞ্জক বটে। তিনি এই নিয়ে মোট সাতটি টেস্ট সেঞ্চুরি করলেন, তাতে ছয়টিই বিদেশের মাঠে রয়েছে, একটি স্বদেশে। এদিন লোকেশের ১২২ রানের ইনিংস এসেছে ২৪৮ বলে, যার মধ্যে ১৭টি চার ও একটি ছয় রয়েছে।

বিরাট এদিন ফিরেছেন ৩৫ রানে, ৯৪ বল খেলেছেন, চারটি চার মারেন। কিন্তু কোহলির ফোকাসে সমস্যা রয়েছে, বোঝা গিয়েছে। ৫৯টি ইনিংসে তাঁর সেঞ্চুরি নেই, তিনি যে চাপে রয়েছেন, খেলাতেও পরিষ্কার।

চলতি টেস্টে পরীক্ষা রাহানেরও, তিনি লোকেশের সঙ্গে উইকেটে রয়েছেন ৪০ রানে। রাহানের এই টেস্ট সিরিজ পরীক্ষার, তিনিও বহুদিন ছন্দে নেই। এ ম্যাচে ভাল খেললে পরের টেস্টে দলে থাকবেন, এমনই অবস্থা। কারণ শ্রেয়স ও হনুমা অপেক্ষা করছেন বাইরে।

এদিন সকালে শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার। মায়াঙ্ক আউট হন ৬০ রানের মাথায় এনগিডির বোলিংয়ে, লেগ বিফোর হয়েছেন। মায়াঙ্কের এই ইনিংস এসেছে ১২৩ বলে নয়টি চারের সাহায্যে।

কোহলির মতোই ভাল অবস্থায় নেই চেতেশ্বর পূজারাও, তিনি পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা সন্দেহ। পূজারার টেস্ট গড় চলে এসেছে ৩০-র কাছাকাছি। তিনি শূন্য করে ফিরেছেন এনগিডির বলেই পিটারসেনের হাতে ক্যাচ দিয়েই।

 

 

You might also like