২১৮ বলে ১০০ রান করেছেন লোকেশ, সেইসময় তিনি মেরেছেন ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে তাঁর এই সেঞ্চুরি যথেষ্ঠই আশাব্যঞ্জক বটে। তিনি এই নিয়ে মোট সাতটি টেস্ট সেঞ্চুরি করলেন, তাতে ছয়টিই বিদেশের মাঠে রয়েছে, একটি স্বদেশে। এদিন লোকেশের ১২২ রানের ইনিংস এসেছে ২৪৮ বলে, যার মধ্যে ১৭টি চার ও একটি ছয় রয়েছে।
Highest individual scores by Indians in a #BoxingDay Test (on the opening day)
195 – Virender Sehwag at Melbourne on 26-12-2003
115*- KL Rahul at Centurion on 26-12-2021
103*- M Azharuddin at Wellington on 26-12-1998#IndvSA #IndvsSA#SAvInd #SAvsInd— Mohandas Menon (@mohanstatsman) December 26, 2021
বিরাট এদিন ফিরেছেন ৩৫ রানে, ৯৪ বল খেলেছেন, চারটি চার মারেন। কিন্তু কোহলির ফোকাসে সমস্যা রয়েছে, বোঝা গিয়েছে। ৫৯টি ইনিংসে তাঁর সেঞ্চুরি নেই, তিনি যে চাপে রয়েছেন, খেলাতেও পরিষ্কার।
চলতি টেস্টে পরীক্ষা রাহানেরও, তিনি লোকেশের সঙ্গে উইকেটে রয়েছেন ৪০ রানে। রাহানের এই টেস্ট সিরিজ পরীক্ষার, তিনিও বহুদিন ছন্দে নেই। এ ম্যাচে ভাল খেললে পরের টেস্টে দলে থাকবেন, এমনই অবস্থা। কারণ শ্রেয়স ও হনুমা অপেক্ষা করছেন বাইরে।
এদিন সকালে শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার। মায়াঙ্ক আউট হন ৬০ রানের মাথায় এনগিডির বোলিংয়ে, লেগ বিফোর হয়েছেন। মায়াঙ্কের এই ইনিংস এসেছে ১২৩ বলে নয়টি চারের সাহায্যে।
কোহলির মতোই ভাল অবস্থায় নেই চেতেশ্বর পূজারাও, তিনি পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা সন্দেহ। পূজারার টেস্ট গড় চলে এসেছে ৩০-র কাছাকাছি। তিনি শূন্য করে ফিরেছেন এনগিডির বলেই পিটারসেনের হাতে ক্যাচ দিয়েই।