
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি গিলফয়েল। আর বান্ধীবর সংস্পর্শে আসার কারণে করোনা পরীক্ষা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ছেলেরও। সেই পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি আপাতত আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা ভালই আছে। কোনও উপসর্গ নেই।
আরও পড়ুন
‘এই ডিজিটাল মাধ্যমটি থাকতেই এসেছে, এ চলে যাওয়ার নয়’, সুখপাঠের উদ্বোধনে বললেন সৌমিত্র
ট্রাম্পের বড় ছেলের বান্ধবী গিলফয়েল একটি বিখ্যাত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। শনিবার মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শোনার জন্য এবং মাউন্ট রাশমোরে হওয়া আতসবাজির প্রদর্শনী দেখতে গিলফয়েল সাউথ ডাকোটায় যান। সেখানা যাঁরা যাঁরা যান তাঁদের সকলেরই রুটিন পরীক্ষা করা হয়। সেই রুটিন পরীক্ষাতেই গিলফয়েলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখের দিকে এগোচ্ছে। শেষ পাওয়া পরিসংখ্যান বলছে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রন্ত হয়েছেন ২৮ লক্ষ ৪৭ হাজার ৪৬৯ জন। মৃত্যু হয়েছে কমপক্ষে ১ লক্ষ ৩১ হাজার ৫০৯ জনের। গিলফয়েল করোনা আক্রান্ত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্টের কাছাকাছি যান এমন অন্তত তিন জন করোনা আক্রান্ত হলেন।
মার্কিন প্রেসিডেন্টের প্রচার বিষয়ক কমিটির চিফ অফ স্টাফ সার্জিও গোর গিলফয়েলের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি যাঁরাই আসছেন, নিয়ম মাফিক তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষাতেই কিম্বারলি গিলফয়েলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তাঁর শরীরে অবশ্য করোনার উপসর্গ নেই। তবে ফের তাঁর পরীক্ষা করা হবে। তাঁর শারীরিক অবস্থারও কোনও রকম অবনতি হয়নি। যদিও তিনি আপাতত যাবতীয় পরিকল্পনা বাতিল করে আইসোলেশনেই থাকবেন।” তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন তাঁদেরও পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।