
গত ডিসেম্বর থেকে লোকনায়ক হাসপাতালে ৩১ জন কোভিড আক্রান্ত প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন। কোভিডের প্রথম ঢেউয়ের সময় ৩০৬ জনের এবং দ্বিতীয় ওয়েভের সময় ৭৮ জনের স্বাভাবিক প্রসব হয়েছে। কয়েকজন সদ্যোজাত কোভিড পজিটিভ হয়েছিল। কিন্তু তাদের গুরুতর উপসর্গ দেখা যায়নি।
রেনবো হসপিটালসের ভাইস চেয়ারম্যান দীনেশ বশিষ্ঠ জানান, রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায় শিশুদের কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বাড়ছে। বর্তমানে ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি আছে সাতজন রোগী। শিশুরা কোভিডে আক্রান্ত হলে তাদের অনেক সময় জ্বর হয়। বমি হয়। তারা কিছু খেতে পারে না। পাতলা পায়খানা হয়। তবে তাদের বেশিরভাগই বাড়িতে সেরে ওঠে।
চিকিৎসকরা বলেছেন, শিশুদের যদি জ্বর আসে, সর্দি-কাশি হয়, তাহলে অবিলম্বে কোভিড টেস্ট করান। তবে তাঁদের মতে, খুব কম শিশুর ক্ষেত্রেই জ্বর শেষ পর্যন্ত নিউমোনিয়ার দিকে বাঁক নিচ্ছে।