
দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর আইআইটিতে তুমুল ছাত্রবিক্ষোভ। রবিবার যাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত কলেজ চত্বর। জানা গেছে আইআইটির (Kharagpur IIT) ভেতরে যে হাসপাতাল তৈরি হচ্ছে তা প্রথমে ডক্টর বিধান চন্দ্র রায়ের নামে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হচ্ছে। মূলত এর প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয় বলে খবর।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিজেপি ও মুসলিম সমাজ, কী বলছেন যোগীর মন্ত্রী দানিশ আজাদ
এদিকে খড়গপুর আইআইটিতে রবিবার এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ঠিক তার আগেই কলেজের মূল গেটে বিক্ষোভ দেখান ছাত্ররা। দাবি একটাই, হাসপাতালের নাম পূর্ব প্রস্তাবমতো ডঃ বিধানচন্দ্র রায়ের নামের রাখতে হবে।
রাজ্যপালের আসার আগে এদিন কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় সেখানকার ছাত্র সংগঠন এআইএসএফ ও এআইওয়াইএফ। তাদের দাবি, কলেজের ভিতরে শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা চলছে। এটা কোনওভাবেই মেনে নেবে না আইআইটির ছাত্রছাত্রীরা। প্রতিবাদ জারি থাকবে।