Latest News

খলিস্তানি উগ্রপন্থীরা ঘাঁটি বানিয়েছে দেশে, মানল কানাডা

দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘদিন ধরে জানা গিয়েছিল, কানাডার ভ্যাঙ্কুভার ও অন্যান্য জায়গায় ঘাঁটি বানিয়ে ফেলেছে খলিস্তানি উগ্রপন্থীরা। এবার কানাডার সরকারও মেনে নিল সেকথা। দেরিতে হলেও তারা স্বীকার করেছে, তাদের দেশের মাটিতে বিপদের কারণ হয়ে উঠেছে খলিস্তানিরা।

দেশের পাবলিক সেফটি ম্যানেজার র‍্যালফ গোডেল সম্প্রতি টেররিজম থ্রেট টু কানাডা নামে এক রিপোর্ট পেশ করেন। তাতে বলা হয়েছে, খলিস্তানিদের সঙ্গে সম্পর্ক রয়েছে জেহাদিদের। কীভাবে জঙ্গিবাদের মোকাবিলা করা যাবে, তাও বলা হয়েছে।

ভারত বহুদিন আগে থেকে অভিযোগ করে আসছে, কানাডার মাটি থেকে ভারত বিরোধী বিষোদ্গার করে যাচ্ছে খলিস্তানিরা। পৃথক খলিস্তান রাজ্যের দাবিতে পাঞ্জাবে যাতে ফের জঙ্গিরা তৎপর হয়ে ওঠে তারা নানাভাবে চেষ্টা করে চলেছে। কানাডার জাস্টিন ত্রুদো সরকার খলিস্তানিদের সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলছে বলেও অভিযোগ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে কানাদায় ভারতের তৎকালীন হাই কমিশনার বিষ্ণু প্রকাশ বলেছিলেন, দুর্ভাগ্যজনক বিষয় হল, কানাডা হল বিশ্বের একমাত্র দেশ যেখানে খলিস্তানিরা প্রকাশ্যে প্রচার করতে পারে।

১৯৮৪ সালে পাঞ্জাবে অপারেশন ব্লু স্টারের পরে শিখ উগ্রপন্থীদের অনেকে কানাডায় পালিয়ে যেতে থাকে। ’৮৫ সালে কানাডায় বব্বর খালসা গোষ্ঠীর জঙ্গিরা এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণ ঘটানোর ছক কষে। তার পরে কানাডা সরকার খলিস্তানিদের ধরপাকড় করে। তাদের তৎপরতা কমে যায়।

সেদেশে লিবারাল পার্টি ক্ষমতায় আসার পরে ২০১৩ সাল থেকে ফের খলিস্তানিরা সক্রিয় হয়ে ওঠে। ভোটে শিখদের সমর্থন পাওয়ার জন্য কয়েকটি গুরুদোয়ারাকে নানাভাবে সাহায্য করতেন কানাডার রাজনীতিকরা। পরে দেখা যায়, সেই গুরুদোয়ারাগুলিই খলিস্তানি প্রচার চালানোর কেন্দ্র হয়ে উঠেছে। গত বছর খলিস্তানি প্রভাবিত কয়েকটি গুরুদোয়ারা ভারতীয় কূটনীতিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল।

তাতে রীতিমতো অপমানিত হন ভারতীয় কূটনীতিকরা। ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কেও তার প্রভাব পড়ে। ত্রুদো গতবছর সরকারি সফরে ভারতে এলেও সরকার তাঁকে অন্যায় রাষ্ট্রপ্রধানের মতো উষ্ণ অভ্যর্থনা জানায়নি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সম্প্রতি ১০ জন কানাদায় বসবাসকারী ব্যক্তির নামের এক তালিকা দিয়েছেন যারা খলিস্তানিদের নানাভাবে সাহায্য করে।

এতদিন কানাডা সরকার এই ধরনের লোকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু কিছুদিন আগে সেদেশের সরকার স্বীকার করেছে, খলিস্তানিরা বিপদের কারণ। ভারতের আশা, এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

You might also like