
দ্য ওয়াল ব্যুরো: কানাডার (Canada) টরন্টোয় (Toronto) স্বামীনারায়ণ মন্দিরের (Swaminarayan temple) গায়ে খালিস্তানের (Khalistani) সমর্থনে পোস্টার (Poster) সাঁটা হয়েছে। স্লোগান দেওয়া হয়েছে।
গতকালের এই ঘটনায় টরন্টোর ভারতীয়রা আতঙ্কিত। তাদের বক্তব্য, আগেও স্বামীনারায়ণ মন্দিরে হামলা করা হয়েছে।
প্রসঙ্গত, বহুদিন ধরেই কানাডায় খালিস্তানিরা সক্রিয়। সেখান থেকে তারা অর্থ ও নৈতিক সমর্থন পেয়ে থাকে। অতীতে কানাডা প্রশাসনের বিরুদ্ধেও খালিস্তানিদের সহযোগিতা করার অভিযোগ ওঠে। ওই দেশে বসবাসকারী শিখদের একাংশ বিচ্ছিন্নতাবাদীদের অর্থ দিয়ে সাহায্য করে থাকে বলে অভিযোগ।
গতকালের ঘটনায় কানাডার ভারতীয় দূতাবাস কঠোর নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
তৃণমূলের ১০০ বিধায়ক, নেতার সম্পত্তি ও পার্টি অফিসে বসে টাকা নেওয়ার ছবি ইডিকে দেব: শুভেন্দু