
দ্য ওয়াল ব্যুরো: প্রভাস, আল্লু অর্জুন, রাম চরণদের পর এবার বক্স অফিসে দাপানোর পালা যশের। পুরো নাম নবীন কুমার গৌড়া (Yash)। কেজিএফ ছবির প্রথম পর্বেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এবার দ্বিতীয় পর্বে (KGF 2 Review) কাড়লেন মনও। বক্স অফিসে প্রথম দিনেই ১৩৪ কোটির ব্যবসা হাঁকিয়ে ফেলেছে কেজিএফ ২।
আরও পড়ুন: আলিয়া-রণবীরের মেহেন্দিতে মাখোমাখো প্রেম, নাচ-গানে মজে কাপুররা, দেখুন ছবি
দক্ষিণী ছবির ‘লার্জার দ্যান লাইফ’ মশলা এই ছবিতেও ভরপুর (KGF 2 Review)। সঙ্গে রয়েছে মারকাটারি অ্যাকশনের বাড়াবাড়ি। পর্দায় নকল মারপিট দেখতে যাঁদের ভাললাগে তাঁদের কেজিএফ টু নিরাশ করবে না একেবারেই।

যশের চরিত্রের নাম রকি। সোনার খনির অধিকারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। প্রথম পর্বের পর এই সিক্যুয়েন্সে তা আরও জমাট বেঁধেছে। কোলার গোল্ড ফিল্ডে আধিপত্য বিস্তারের পর রকির শত্রু সংখ্যা নতুন করে বেড়েছে। দেশের প্রধানমন্ত্রীও (রবিনা ট্যান্ডন) রকির বাড়বাড়ন্ত রুখতে চান। কিন্তু ষড়যন্ত্রকে পাত্তা না দিয়েই নিজের ছন্দে এগিয়ে চলে রকি।

গল্পে খুব নতুন কিছু পাওয়া যায়নি। তবে অ্যাকশন দুরন্ত। বিনোদনের মশলাও ভরা আছে এই ছবিতে। দিনের শেষে পর্দায় চোখ রেখে যাঁরা খানিক স্বস্তি খোঁজেন, যুক্তির দাঁড়িপাল্লায় না ফেলে খোঁজেন নির্ভেজাল আনন্দ তাঁদের জন্য কেজিএফ টু পারফেক্ট। আর বক্স অফিস তো সার্টিফিকেট দিয়েই দিচ্ছে পরিচালক প্রশান্ত নীলকে।

ছবিতে খলনায়কের ভূমিকায় বরাবরের মতোই ঝকঝকে সঞ্জয় দত্ত। রীনার ভূমিকায় নিরাশ করেননি অভিনেত্রী স্রিন্ধি শেট্টিও। রবিনা ট্যান্ডন যতটুকু সুযোগ পেয়েছেন তাতেই জাত চিনিয়েছেন নিজের।

‘বাহুবলী’ থেকে ভারতীয় সিনেমায় যে ধারা বইছে কেজিএফেও তা অপরিবর্তিত রইল। মুক্তির শুরুতেই বক্স অফিস কাঁপিয়ে দিল যশের ছবি। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও সেই সাফল্যের ধারা অব্যাহত। একের পর এক দক্ষিণী ছবির সামনে ফিকে হয়ে যাচ্ছে বলিউডের ক্যারিশ্মা। বক্স অফিসও দখল করে নিচ্ছে এই সমস্ত ছবি। অ্যাকশন ভাল লাগলে কেজিএফ চ্যাপটার ২ না দেখলেই নয়।