Latest News

আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি, সেখানকার কর্মীর হাতে যৌন নির্যাতনের শিকার মহিলা

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। যদিও তাতে সফল হননি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালেরই এক কর্মীর কাছে যৌন নির্যাতনের শিকার হলেন তিনি (Sexually Assaulted by Hospital Staff)। ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার কেরলের (Kerala) ত্রিশূর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তির নাম দয়ালাল। সেই ওই হাসপাতালে বিদ্যুতকর্মী হিসেবে কাজ করে। সূত্রের খবর, নির্যাতিতা মহিলা আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে কোদুনগাল্লুর তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় ত্রিশূর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অ্যাম্বুল্যান্স থেকে মহিলাকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসে দয়ালাল। তারপর হাসপাতালেরই একটি ঘরে সে মহিলাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা নিজেই হাসপাতালের অন্য কর্মী এবং পুলিশের কাছে বিষয়টি জানান।

কোদুনগাল্লুর থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত দয়ালালকে। তদন্তের স্বার্থে তাকে মেডিক্যাল কলেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

হাঁসখালিতে স্ত্রীর সামনেই স্বামীর মাথায় ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর, চিকিৎসা শুরুর আগেই মৃত্যু

You might also like