
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই এক বোরখা (burqa) পরিহিত ‘মহিলা’কে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাঁর আচরণ সন্দেহজনক বলে মনে হচ্ছিল অনেকেরই। সেই সন্দেহ থেকেই একদিন তাঁকে তাকে চেপে ধরেন এলাকাবাসী। তারপর বোরখা খুলতেই দেখা গেল, ভিতরে যিনি আছেন তিনি আদৌ মহিলাই নন! বোরখার ভিতরে দেখা যায় এক অল্পবয়সি যুবককে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি এলাকারই একটি মন্দিরের পুরোহিত (temple priest)!
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার কেরলের (Kerala) কোয়িলানদি এলাকায়। ২৮ বছর বয়সি ওই বোরখা-পরিহিত যুবকের নাম জিষ্ণু নাম্বুথিরি। তিনি মেপ্পায়ুর এলাকার একটি মন্দিরের পুরোহিত বলে জানা গেছে। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন ধরেই বোরখা পরিহিত এক মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাঁর শারীরিক গঠন এবং আচরণ সন্দেহজনক বলে মনে হওয়ায় শুক্রবার তাঁকে ধরে ফেলেন স্থানীয় অটো চালকরা। তাঁর বোরখা খোলার পরেই হতবাক হয়ে যান সকলে। বোরখার ভিতর জিষ্ণুকে দেখে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
যদিও ধরা পড়ার পর ওই যুবকের দাবি, তিনি চিকেন পক্সে আক্রান্ত। ছোঁয়াচে এই অসুখ হলে বাইরে বেরোতে নিষেধ করেন চিকিৎসকরা, কারণ তা থেকে অন্যান্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসকের নির্দেশ অমান্য করে বাইরে বেরোনোর জন্যই তিনি বোরখা পরে ঘুরছিলেন বলে দাবি করেছেন জিষ্ণু।
যদিও পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জিষ্ণুর শরীরে চিকেন পক্সের কোনও উপসর্গ দেখা যায়নি। তবে তাঁর বিরুদ্ধে সুস্পষ্ট কোনও অভিযোগ না থাকায় তাঁকে আটকে রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম এবং পরিচয় খতিয়ে দেখা হয়। এরপর জিষ্ণুর আত্মীয়দের খবর দেওয়া হয়। তাঁরা থানায় এসে পৌঁছানোর পর শুধুমাত্র সতর্ক করে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
সাধারণত ইসলাম ধর্মাবলম্বী মহিলারা নিজেদের শরীর ঢেকে রাখতে বোরখা নামক এক ধরনের কালো ঢোলা পোশাক পরেন। কিন্তু পুরুষ হওয়া সত্ত্বেও ওই পুরোহিতের বোরখা পরে বেরোনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভারতীয় এবং সন্তান থাকা মহিলাদের চাকরিতে না নেওয়ার নির্দেশ! ইনফোসিসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ