Latest News

ব্রা খুলে ঢুকতে হবে পরীক্ষার হলে! কেরলের ঘটনায় মামলা রুজু করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষা (NEET) দিতে গিয়ে মহিলা পরীক্ষার্থীদের ব্রা (Bra) খুলতে বাধ্য করা হয়েছে, সোমবার সেই অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল কেরলে (Kerala)। এক পরীক্ষার্থীর বাবা এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। বিতর্কের মাঝে এই ঘটনায় মামলা রুজু করল কেরল পুলিশও।

কেরলের কোল্লাম জেলায় রবিবার নিট পরীক্ষার সিট পড়েছিল একাধিক কেন্দ্রে। একটি কেন্দ্র থেকে অভিযোগ আসে সেখানে সমস্ত ছাত্রীদের পরীক্ষার হলে ঢোকার আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছে। কারণ হলে ঢোকার আগে নিরাপত্তারক্ষীরা যে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন সেই মেশিনে শব্দ হয়ে ওঠে ব্রায়ের হুকের কারণে। ব্রায়ের হুক সাধারণত ধাতব বস্তু দিয়েই তৈরি হয়। অভিযোগ, সমস্ত পরীক্ষার্থীদের বলা হয় ব্রা খুললে তবেই হলে ঢুকতে পারবে তারা। না হলে পরীক্ষায় বসতেই দেওয়া হবে না।

একজন ছাত্রীর বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯ ধারায় নারী নির্যাতন, নারীর সম্মানহানির মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, যে ছাত্রীর বাবা অভিযোগ দায়ের করেছেন, তাঁর সঙ্গে মহিলা পুলিশ অফিসারদের একটি টিম কথাবার্তা বলেছে। তারপরেই মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে, যাঁরা এ কাজ করেছেন তাঁদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নিট পরীক্ষা দিতে গিয়ে ব্রা খুলতে বাধ্য করা হল তরুণীকে! কেরলের ঘটনায় নিন্দার ঝড়

You might also like