
দ্য ওয়াল ব্যুরো: ভগবান স্নানে যাবেন। সে একবারে সাজো-সাজো রব। এলাহি আয়োজন তার জন্য। বাদ্যি-বাজনা, কাঁসর-ঘণ্টা তো আছেই, রয়েছে সোনা-রুপোর গয়নায় ঢাকা হাতির দল। আর রয়েছেন অগণিত ভক্ত। বিশাল শোভাযাত্রা (procession) সহকারে স্নান করতে যাবেন স্বয়ং ঈশ্বর, তাও কিনা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের উপর দিয়েই। আর তার জন্যই টানা ৫ ঘণ্টা বন্ধ রইল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল (flights suspended)।
এই ভগবান হলেন কেরলের (Kerala) তিরুঅনন্তপুরমের বিখ্যাত পদ্মনাভস্বামী (Padmanabhaswamy), অর্থাৎ শ্রীবিষ্ণু। প্রতি বছর দু’বার করে স্নানযাত্রায় (bathing ritual) যান ভগবান বিষ্ণু। তামিল মাস পাইনকুনি ও আলপাস্সিতে টানা ১০ দিন ধরে এই পালিত হয় ‘আরাতু’ নাম এই ধর্মীয় উৎসব। দশম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমুদ্রস্নানে যান বিষ্ণুদেব। কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের উপর দিয়েই যায় সেই শোভাযাত্রা। সেই কারণেই বছরে দু’দিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় বিমান চলাচল।

আসলে পদ্মনাভস্বামী মন্দিরটি বহু প্রাচীন। আরাতু নামে এই উৎসবটিও ৫ হাজার বছরের পুরনো। তিরুঅনন্তপুরম বিমানবন্দর তৈরি হয় মন্দিরের লাগোয়া জায়গায়, ১৯৩২ সালে। অর্থাৎ, বিমানবন্দর তৈরির বহু আগে থেকেই ওই রাস্তা দিয়ে যেত স্নানের শোভাযাত্রা। বলা বাহুল্য, আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়ার পরেও শোভাযাত্রার পথবদল করা হয়নি। এখনও অবধি বছরের এই দু’টি দিন রানওয়ের উপর দিয়েই হাতির পিঠে চড়ে ভক্ত সহযোগে স্নানে যান শ্রীবিষ্ণু, আর সেই উপলক্ষে ৫-৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় যাবতীয় উড়ান।

এই বছর ১ নভেম্বর এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেদিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল উড়ান চলাচল। এই সময়ের মধ্যে যে ক’টি বিমান ওই বিমানবন্দর থেকে ছাড়ার বা সেখানে নামার কথা ছিল, সেগুলির সময়সূচি বদল করা হয়। দুটি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক উড়ানের সূচি পাল্টানো হয় সেদিন।
মন্দিরে কর্তৃপক্ষের দাবি, পদ্মনাভস্বামীর স্নানযাত্রার এই প্রথাটি প্রায় ৫ হাজার বছরের পুরনো। ১৯৩২ সালের পর থেকে প্রতিবারই স্নানযাত্রার ১ সপ্তাহ আগে যাত্রীদের উদ্দেশে নোটিস জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপর উড়ানের পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেওয়া হয়।
গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ! ছত্তীসগড়ে বিবস্ত্র করে চাবুক মারা হল দুই ব্যক্তিকে