
দ্য ওয়াল ব্যুরো: বাবা-মেয়ে একসঙ্গে রাস্তায় হাঁটলেও অশ্লীল মন্তব্য শুনতে হয়! এমনই মন্তব্য করে এক ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কেরল হাইকোর্ট। অভিযোগ, ওই ব্যক্তি বাবার সামনেই মেয়েকে অশালীন মন্তব্য করেছিল রাস্তায় এবং বাবা তার প্রতিবাদ করলে তাঁকেও ওই ব্যক্তি হেনস্থা করে। এই ইভটিজিংয়ের ঘটনায় ক্ষুব্ধ কেরল হাইকোর্ট (Kerala Highcourt)।
জানা গেছে, অভিযোগকারী বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। তাঁর মেয়ের বয়স ১৪। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কন্যাকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন এবং সেই সময় দুই যুবক মেয়েটিকে অশালীন মন্তব্য করে বেরিয়ে যায়। মেয়েটির বাবা যখন প্রতিবাদ করে, তখন অভিযুক্তরা হেলমেট দিয়ে তাঁর বুকে মারে। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি, রুজু হয় মামলা।
এই মামলার শুনানিতে কেরল হাইকোর্ট রীতিমতো ভর্ৎসনার সুরে বলেছে, ‘এটা দুর্ভাগ্যজনক যে এক ব্যক্তি ও তাঁর মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে একসঙ্গে চলতে পারবে না। অশালীন মন্তব্যের সম্মুখীন হতে হবে। এ ধরনের জিনিস বন্ধ হওয়া উচিত।’
যদিও অভিযুক্ত যুবক দাবি করেছে, মেয়েটির বাবা এবং তাঁদের সঙ্গে থাকা আরও এক ব্যক্তিই তার ওপর আগে হামলা চালায়। এ কথা শোনার পরে আদালতের পাল্টা মন্তব্য, যে কোনও অভিভাবক তাঁদের সন্তানের বিরুদ্ধে অশালীন মন্তব্য শুনলে এ ধরনের প্রতিক্রিয়াই জানাবে।
আদালত রায় দেয়, ‘বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনা করে এবং অভিযোগের প্রকৃতি বিবেচনা করে আবেদনকারীর আগাম জামিন খারিজ করা হচ্ছে। অভিযুক্ত যদি মামলার তদন্তকারী অফিসারের কাছে আত্মসমর্পণ করে, তাহলেই তাঁকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।’
হিজাব নিষিদ্ধ বোর্ড পরীক্ষায়, কড়া ঘোষণা কর্নাটকের শিক্ষামন্ত্রীর, ফাঁপরে ছাত্রীরা