Latest News

Kerala Gallery Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফুটবল মাঠের গ্যালারি! আহত দু’শোর বেশি

দ্য ওয়াল ব্যুরো: মাঠে নিজের প্রিয় দলকে সমর্থন করতে হাজির ছিলেন শয়ে শয়ে সমর্থক। আনন্দে বাঁধ সাধল ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল বাঁশের অস্থায়ী গ্যালারি (Kerala Gallery Collapsed)। চাপা পড়ে আহত দু’শোর বেশি মানুষ।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কেরলের মালাপ্পুরাম জেলার ওয়ান্দুরে। শনিবার এখানকারই পোনগোদু ফুটবল মাঠে খেলা চলছিল দুই দলের। মাঠে যখন বল নিয়ে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে যুদ্ধ করছেন, হটাৎই তখন পাশের লোক ভর্তি গ্যালারি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।

ঘটনাটির ভিডিও ইতিমধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শিশু-মহিলা সহ দু’শোর বেশি মানুষ আহত হয়েছেন। হাত পা ভেঙে গেছে অনেকেরই। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল খেলা দেখতে মাঠে হাজির ছিল হাজারের বেশি মানুষ। তাঁদের জন্য অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছিল। কিন্তু এক পাশের গ্যালারি মানুষের অতিরিক্ত চাপ নিতে পারেনি। ভেঙে পড়ে যায়। রাত সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

২৫ বছর পর লালুর দলের সঙ্গে মিশে গেল শরদের পার্টি

You might also like