
দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ের ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি ছুটছে। গাড়ির মধ্যে শিশু-বয়স্ক মিলিয়ে ৬ জন। আচমকাই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। পিছনের সিটে বসা চারজন কোনওরকমে দরজা খুলে বাইরে বেরিয়ে যান। কিন্তু চালকের আসনে বসা এক যুবক ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী দরজা খুলে বের হতে পারেননি। সহযাত্রীদের চিৎকারে জড়ো হন স্থানীয়রা। হাজার চেষ্টা করেও জ্বলন্ত গাড়ির দরজা ভেঙে উদ্ধার করা যায়নি স্বামী-স্ত্রীকে। পুড়ে মৃত্যু হয় দু’জনের (Kerala Couple Killed Fire)!
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কান্নুরে। জানা গেছে, স্ত্রীকে নিয়ে চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছিলেন ওই যুবক। সঙ্গে ছিলেন তাঁদের এক শিশু সহ আরও তিনজন। প্রত্যক্ষদর্শীদের কথায়, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি যখন জ্বলতে শুরু করে তখন পিছনের সিট থেকে চারজন কোনও রকমে বেরিয়ে আসেন।
গাড়ির সামনে অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তেজ এতটাই ছিল যে স্বামী-স্ত্রী কেউই বের হতে পারছিলেন না। কয়েকজন পথচারী গাড়ির দরজা ভেঙে তাঁদের বাইরে আনার চেষ্টা করেন। কিন্তু তা সফল হয়নি শেষ পর্যন্ত।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘গাড়ির সামনের অংশ জ্বলতে শুরু করায় আমরা একেবারেই অসহায় হয়ে পড়ি। তাই চেষ্টা করেও আমরা বেশিকিছু করতে পারিনি।’ খবর দেওয়া হয় পুলিশকে। আসে দমকলও। গাড়ির আগুন নিভিয়ে দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শরীরে তেমন আঘাত না লাগায় প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল, তা ফরেন্সিক পরীক্ষার পরই বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।
কন্ডোম রাখছেন তো? সেক্স যেন সেনসেক্স না হয়, ডিউরেক্সের বিজ্ঞাপন ভাইরাল