Latest News

রাতের অন্ধকারে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৫ স্কুল পড়ুয়া-সহ ৯ জনের, মর্মান্তিক ঘটনা কেরলে

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৯ জনের। তাঁদের মধ্যে ৫ জন স্কুল পড়ুয়া। আহতর সংখ্যা ৩৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্নাটকের রাস্তায় বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা (Kerala Bus Accident)।

কর্নাটকের এরনাকুলাম এলাকার একটি বাস পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে তামিলনাড়ুর উটির দিকে যাচ্ছিল। ওই বাসটি হঠাৎই রাস্তার মাঝে একটি সরকারি বাসের পেছন থেকে এসে ধাক্কা মেরে দেয়। ফলে উল্টে যায় সরকারি বাসটি।

ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ স্কুল পড়ুয়ার। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলে এক শিক্ষক ও অন্য বাসের তিন যাত্রীর। বাকি ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনিক কর্তারা। আসে উদ্ধারকারী দল। পুলিশের প্রাথমিক অনুমান, পর্যটনবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা মারে সরকারি বাসটিকে।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের খাদে পড়ে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। ঘটনাটি ঘটেছিল গাড়ওয়ালের সিমিডি গ্রামে। অন্ধকারে পাহাড়ি রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল বাসটি। ভিতরে ৪৫-৫০ জন যাত্রী ছিলেন।

শিয়ালদহ ব্রিজে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, রেষারেষিতে প্রাণ গেল ৩ জনের

You might also like