
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ দুপুরে হায়দরাবাদ পৌঁছেছেন। তাঁর বিমান বেগমপেট বিমানবন্দরে অবতরণের ঘণ্টা খানেক আগে বিমান থেকে নামেন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। বিমান বন্দরের ভিতরে তখন কড়া নিরাপত্তা। বাইরে তেলেঙ্গানা রাষ্ট্রসমিতি দলের সমর্থকদের ভিড়। মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও স্বয়ং যান যশবন্তকে স্বাগত জানাতে (KCR-Modi)। তবে সামান্য সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ সেরেই মুখ্যমন্ত্রী বিমান বন্দর ছাড়েন। ঘণ্টা খানেক পর প্রধানমন্ত্রী মোদী পৌঁছলে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তেলেঙ্গানার মৎস্যমন্ত্রী। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ দলের প্রথমসারির নেতারা।
গত ছয়মাসে এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রীকে নিজের রাজ্যে এড়িয়ে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (KCR)। এর আগে সরকারি সফরে যাওয়া মোদীকেও বিমানবন্দরে স্বাগত জানাতে যাননি কেসিআর। ছিলেন এক মঞ্চেও। একবার প্রধানমন্ত্রীর বিমান হায়দরাবাদের অবতরণের মুখে কেসিআরের বিশেষ বিমান উড়ে যায় বেঙ্গালুরু অভিমুখে।
বাধ্যতামূলক না হলেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়াই রীতি। একান্ত ব্যক্তিগত সফর হলে আলাদা কথা। প্রধানমন্ত্রী দলীয় কাজে কোনও রাজ্যে গেলেও মুখ্যমন্ত্রীরা স্বাগত জানানোর সৌজন্য রক্ষা করে থাকেন। কিন্তু তেলেঙ্গানায় বিজেপি ও টিআরএস-এর সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে দু-পক্ষই পায়ে পা দিয়ে ঝগড়া করার রাস্তায় হাঁটছে। বাংলায় সিপিএম, কংগ্রেসের মতো দক্ষিণের ওই রাজ্যেও বিরোধীরা বিজেপি-টিআরএস বিবাদকে গটআপ বলছে।
যদিও প্রকাশ্যে দু’দলের বিবাদ মাত্রা ছাড়িয়েছে। বিজেপি নেতাদের স্বাগত জানিয়ে টিআরএস এবং রাজ্য সরকার হোর্ডিং দিয়েছে, আপনাদের স্বাগত। আসুন, দেখুন কেমন বদলে গিয়েছে তেলেঙ্গানা। বিজেপি পাল্টা বলছে, তেলেঙ্গানার প্রকৃত পরিবর্তন সম্ভব সরকার বদল হলে। আগামীকাল প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী সেই ডাক দেবেন।
মোদীকে এড়ালেও যশবন্ত সিনহাকে আজ বিশেষ সম্মান জ্ঞাপনের আয়োজন করে টিআরএস। ওই দলের বিধায়ক ও সাংসদদের সামনে যশবন্ত ভাষণ দেওয়ার সময় কেসিআর স্বয়ং উপস্থিত ছিলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সভায় কথা দেন, যশবন্তর জন্য তিনি নিজে বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করে ভোট চেয়ে সমর্থন করবেন।
দর্জির গলা কাটতে তৈরি ছিল আরও দুজন! উদয়পুরের খুনিদের কোর্টে দেখেই হামলে পড়ল জনতা