
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মর্মান্তিক ঘটনা কাটোয়ায় (Katwa)। স্নান (Bathe) করতে নেমে গঙ্গায় (Ganges) তলিয়ে গেল (Drowned) ৯ বছর বয়সি স্কুলছাত্র (Student)। ডুবুরি নামিয়ে গঙ্গায় তল্লাশি চালানো হলেও এখনও খোঁজ মেলেনি তার।
নিখোঁজ পড়ুয়ার নাম সুরজিৎ দত্ত। কাটোয়ার নেতাজি পৌর মার্কেট এলাকার বাসিন্দা সুরজিৎ কাটোয়া আর্য বঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুলে যাতায়াত ও পড়াশোনার সুবিধার জন্য কাটোয়া ৯ নম্বর ওয়ার্ডের হরিহরপাড়ায় দাদু ও ঠাকুমার সঙ্গে থাকত সুরজিৎ।
৯ বছরের সুরজিৎ সাইকেল চালাতে ভালবাসত বলে জানিয়েছেন তার বাবা সোমনাথ দত্ত। আজ দুপুরের সাইকেল নিয়ে বেরিয়ে গঙ্গার ধারে আসে সে। তারপর সাইকেল রেখে একাই নদীতে স্নান করতে নামে সে। সেই সময় ঘাটে স্নান করছিলেন আসানসোল থেকে আসা এক দম্পতি। সুরজিতের সঙ্গে এক সামান্য কথা হয় দম্পতির। তারপরেই পিছনে তাকিয়ে সুরজিৎকে আর দেখতে পাননি তাঁরা।
এরপরেই সে কথা এলাকাবাসীকে জানান ওই দম্পতি। নদীতে মাছ ধরতে আসা মাঝিদের সঙ্গে গঙ্গায় তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারাও। তাতেও খোঁজ মেলে না সুরজিতের। এরপরেই উদ্ধারকাজে নামে কাটোয়া মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল। তবে ডুবুরি নামিয়ে ১ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পরেও খোঁজ পাওয়া যায়নি ওই পড়ুয়ার।
পরিবারের দাবি, সাঁতার জানত না সুরজিৎ। কাউকে কিছু না জানিয়েই এদিন গঙ্গায় স্নান করতে নেমেছিল সে। এখনও চলছে উদ্ধারের কাজ। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
অনুব্রত অর্শকাতর, জায়গাটা ফুলেছে, আর কী কী বললেন ডাক্তারবাবুরা