
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে ‘ভুলভুলাইয়া ২’-র (Bhool Bhulaiyaa 2) ‘আমি যে তোমার’ গান লঞ্চ করলেন কার্তিক আরিয়ান (Kartick Aryan)। তাঁর এই নতুন ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বলিউডে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘ভুলভুলাইয়া ২’। অক্ষয় কুমার, বিদ্যা বালানদের সুপারহিট ‘ভুলভুলাইয়া’র চেনা আমেজ ১৫ বছর পর ফের পর্দায় ফিরিয়ে এনেছে এই ছবি। সঙ্গে রয়ে গেছে চেনা সেই বাংলা গান। বাঙালির প্রাণকেন্দ্র কলকাতাকেই ‘আমি যে তোমার’ লঞ্চের জন্য বেছে নিয়েছেন কার্তিক। নভোটেলে একটি অনুষ্ঠানে সেই গান লঞ্চ করা হল শনিবার।

কলকাতায় এসে কার্তিক আরিয়ান বলেন, এই গানটা এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও মুক্তি পায়নি। অনেকদিন ধরেই অনেকে আমাদের বলছিলেন অনুষ্ঠানের মাধ্যমে গানটি লঞ্চ করতে (Kartick Aryan))। সকলের অনুরোধে আমরা গানটা লঞ্চ করার জন্য আলাদা করে এই অনুষ্ঠানের আয়োজন করলাম। বিশেষ করে কলকাতায়। এই গানের সঙ্গে কলকাতার স্পেশাল কানেকশন আছে বলেই মনে করি আমি।

একইসঙ্গে কোভিড পরবর্তী সময়ে ‘ভুলভুলাইয়া ২’র (Kartick Aryan) এই সাফল্যের জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন কার্তিক। কলকাতায় এসে এদিন হাওড়া ব্রিজও ঘুরে দেখেন তিনি।

আনীস বাজমী পরিচালিত ‘ভুলভুলাইয়া ২’ হরর কমেডি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, তাব্বু। ১৫ বছর আগের ‘ভুলভুলাইয়া’র সেই চেনা হাভেলিতেই গড়ে উঠেছে এই ছবির প্রেক্ষাপট। সঙ্গে অবশ্যই রয়েছে বাঙালি প্রেতাত্মা মঞ্জুলিকা। ছবিতে কার্তিকের রুহ বাবার চরিত্রটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। ইতিমধ্যে ‘ভুলভুলাইয়া ২’র বক্স অফিস কালেকশন ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেছে। ‘আমি যে তোমার’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং, মিউজিক কম্পোজ করেছেন প্রীতম চক্রবর্তী।
