Latest News

খাবার বেড়ে দেওয়া নিয়ে অশান্তি, ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা, গলায় দড়ি দিলেন ছেলেও

দ্য ওয়াল ব্যুরো: সামান্য খাবার বেড়ে দেওয়া নিয়ে ঝগড়া। আর শুধুমাত্র সেই কারণেই কয়েক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করলেন মা ও ছেলে (mother and son Die by Suicide)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার কর্নাটকের রামনগরের ইজুর এলাকায়। মৃত মহিলার নাম বিজয়লক্ষ্মী (৫০)। তাঁর ছেলের নাম হর্ষ। ২৫ বছর বয়সি হর্ষ তাঁর বাবার বেকারির দোকান দেখভাল করতেন। শুক্রবারও সেই কাজই করছিলেন হর্ষ।

সারাদিন খদ্দের সামলানোর পর রাত্রিবেলা বাড়ি ফেরেন হর্ষ। ১০.৩০ নাগাদ মাকে খাবার বেড়ে দিতে বলেন তিনি। এদিকে সারাদিন কাজকর্মের পর ক্লান্ত ছিলেন মা বিজয়লক্ষ্মীও। ছেলেকে তিনি বলেন নিজেই খাবার নিয়ে খেয়ে নিতে। এতেই রেগে ওঠেন হর্ষ। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশেই একটি জলের ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়েন বিজয়লক্ষ্মী।

তাঁর স্বামী জানিয়েছেন, তিনি তখনও দোকানেই ছিলেন, সেই সময় তিনি খবর পান, ট্যাঙ্কে ঝাঁপ দিয়েছেন স্ত্রী। তড়িঘড়ি বাড়ি ফিরে এসে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তিনি। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মায়ের মৃত্যুর খবর পেয়ে আত্মগ্লানিতে ভুগতে থাকেন হর্ষ। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। বাড়ি ফিরে এসে পাখার সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় দাদার ঝুলন্ত দেহ উদ্ধার করেন হর্ষের ভাই সি আদর্শ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।

আপত্তিকর অবস্থায় হাতেনাতে পাকড়াও স্ত্রী, কুড়ুলের এক কোপে তাঁর প্রেমিকের মুন্ডু কাটল স্বামী

You might also like