
দ্য ওয়াল ব্যুরো: দলিত যুবককে হেনস্থার অভিযোগে ফের শিরোনামে উঠে এল কর্নাটক (Karnataka)। সেখানেই এক তথাকথিত নিম্নবর্ণের যুবককে গালিগালাজ, মারধর করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, উচ্চবর্ণের লোকজন জোর করে তাঁকে গোবর (Cow Dung) খাইয়ে দিয়েছে বলেও অভিযোগ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের গদগ জেলার মেনাসাগি বাসস্ট্যান্ডের সামনে। সেখানেই গত ১৭ জুন দাঁড়িয়েছিলেন ওই দলিত যুবক। অভিযোগ, কয়েকজন তথাকথিত উচ্চবর্ণের ব্যক্তি এসে তাঁকে জাত তুলে গালি দেয়। বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবককে সকলে মিলে মারধর করে বলে অভিযোগ। এরপরই নাকি জোর করে গোবর খেতে বাধ্য করা হয় তাঁকে।
২৬ বছর বয়সি ওই যুবক পরদিন অর্থাৎ ১৮ তারিখ থানায় যান। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। অভিযুক্তরা ওই যুবকের বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে বলে খবর। শুক্রবার গোটা ঘটনাটি সামনে এসেছে।
কর্নাটকে সম্প্রতি জাতপাত নিয়ে অশান্তি মাথাচারা দিয়ে উঠছে। বারবার নানাদিক থেকে একই ধরনের অভিযোগ সামনে আসছে। নিম্নবর্ণের মানুষের উপর উচ্চবর্ণের পীড়ন যেন দক্ষিণের এই রাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: হাত-পা বেঁধে মহিলাকে ৫ তলা থেকে ছুড়ে ফেলল স্বামী! আগ্রায় বিভীষিকা