দ্য ওয়াল ব্যুরো : ঋণের জন্য কর্নাটকের (Karnataka) হাভেরি জেলায় (Haveri District) ব্যাঙ্কে (Bank) আবেদন করেছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি ঋণ পাননি। সেই রাগে রবিবার ব্যাঙ্কেই আগুন ধরিয়ে দিলেন তিনি। তাঁকে গ্রেফতার করেছে কাগিনেলি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭ এবং ৪৩৫ নম্বর ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাঙ্কে যে নথিপত্র জমা দিয়েছিলেন, তাতে নানা অসঙ্গতি ছিল। সেজন্য ব্যাঙ্ক তাঁকে ঋণ দেয়নি।