
দ্য ওয়াল ব্যুরো : হ্যালো, রাজভবন?
– হ্যাঁ বলছি
-আমার কাছে ১১৩ জন এমএলএ আছে। আমাকে মুখ্যমন্ত্রী করবেন?
-আপনি কে বলছেন?
-আমি হোটেল মালিক। আমার হোটেলেই কংগ্রেস আর জেডি এসের ১১৩ জন এমএলএ-কে রাখা হয়েছে।
এটি একটি জোক। কর্নাটকে বিধানসভা ভোটের পর সরকার গড়া নিয়ে যেমন টালমাটাল চলছে, তারই ভিত্তিতে জন্ম হয়েছে এই চুটকির। এখন ঘুরছে হোয়াটস অ্যাপে। এমনকী শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে কর্নাটক নিয়ে শুনানির সময় যে বিচারপতিরা উপস্থিত ছিলেন, তাঁদের একজনের মোবাইলেও পৌঁছেছে ওই জোক।
তিনি হলেন বিচারপতি এ কে সিক্রি। শুনানিতে টান টান উত্তেজনার সময় বিচারপতি সিক্রি বলেন, আমার কাছে একটা জোক এসেছে। তাতে বলছে, কে এক হোটেল মালিক নাকি কর্নাটকের মুখ্যমন্ত্রী হতে চায়। কারণ তার কাছে ১১৩ জন বিধায়ক রয়েছেন ।
চুটকি শুনে আদালতকক্ষে অনেকেই হেসে ওঠেন।