Latest News

Karnataka Hijab Row: হিজাব মামলার রায় মঙ্গলবার, জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি সরকারের

দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্ক এখন আদালতের অন্দরে মামলাধীন (Karnataka Hijab Row)। এই বিতর্ক নিয়ে দীর্ঘ সওয়াল-জবাবের পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চূড়ান্ত রায় (Verdict) শোনাবেন কর্নাটক আদালত (Karnataka High Court)। যা ঘিরে চাপা উত্তেজনা সকলের মধ্যেই। রায়ের পর পরিস্থিতি কী হবে তা জানা নেই কারোরই। তবে সতর্কতা হিসেবে বেঙ্গালুরুতে (Bengaluru) এক সপ্তাহের জন্য সবরকম বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করল সরকার।

সরকারের তরফে জানানো হয়েছে যে, ‘জন শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই হিজাব বিতর্ক জুড়ে অতীতে বহু অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণের এই রাজ্যটি। সেই কারণেই রায়দানের পর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাই এমন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, দক্ষিণের এই রাজ্যটির উদুপির এক শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষার্থীদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠে গোটা রাজ্য।

এমনকি একদল পড়ুয়া হিজাব বিতর্ক নিয়ে হাইকোর্টে মামলা রুজু করেন। তাঁদের দাবি ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ব্যবহার নিষিদ্ধ করার কোনও আইন নেই। হাইকোর্টের মামলা চলাকালীনই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। তখন হাইকোর্টের তরফে একটি অন্তর্বর্তীকালিন রায়ে বলা হয়, যতদিন পর্যন্ত না এই মামলার চূড়ান্ত রায় আসছে ততদিন রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সবরকম ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

অবশেষে, সেই সময় এসে গেল। আগামীকালই এই মামলার রায় জানা যাবে। এখন এটাই দেখার, পূর্বতন রায়ই বলবৎ থাকে নাকি কোনও ‘ঐতিহাসিক’ রায় বেরোয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৪৫ বন্দিকে মুক্তি দিল রাজ্য

You might also like