
দ্য ওয়াল ব্যুরো: হালাল মাংস বিক্রির বিরুদ্ধে প্রচার জোরদার হচ্ছে কর্নাটকে (Karnataka)। বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তার মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটল দক্ষিণের এই রাজ্যে। হালাল মাংস (Halal Meat) বিক্রির ‘অপরাধে’ মার খেতে হল এক মাংস বিক্রেতাকে। বজরং দলের লোকজন সেই দোকানি বেধড়ক মারধর করেছে বলে খবর।
আরও পড়ুন: নগেন্দ্রর পয়লা এপ্রিল— একুশে মুখ্যমন্ত্রীর চোখে চোখ, বাইশে সিবিআইয়ের স্ক্যানারে
এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ভদ্রবতীর হোসামানে থানায়। পুলিশ সূত্রে খবর বজরং দলের সদস্যরা হোসামানে এলাকায় হালাল মাংসের বিরুদ্ধে অভিযান করছিল। তখনই তারা তৌসিফ নামের ওই মুসলিম বিক্রেতার উপর চড়াও হয়। তাকে বলা হয় হালাল নয় এমন মাংস বিক্রি করতে হবে মুরগির দোকানে। দোকানি তখন তাদের জানান তার কাছে তেমন মাংস আপাতত নেই। তবে তিনি তা জোগাড় করবেন। এরপরই বজরং দলের সদস্যরা ওই দোকানির উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে।
উল্লেখ্য ওই বজরং দলের সদস্যদের বিরুদ্ধেই অন্য একটি ঘটনায় অনুরূপ অভিযোগ রয়েছে। একটি হোটেলেও নন হালাল মাংস বিক্রির দাবি নিয়ে তারা চড়াও হয়েছিল বলে অভিযোগ।