
কৃষকের নাম কেম্পেগৌড়া। তিনি আনন্দ মাহিন্দ্রার শোরুমে গিয়েছিলেন। কিন্তু সেলসম্যান তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাঁকে শোরুম থেকে বেরিয়ে যেতে বলেন। বোলেরোর ট্রাকের দাম প্রায় ১০ লক্ষ টাকা। সেলসম্যান কেম্পেগৌড়াকে বলেছিলেন, “তোমার পকেটে তো ১০ টাকাও নেই!” কেম্পেগৌড়ার এক বন্ধু বলেছেন, তাঁর পোশাক দেখে সেলসম্যানের ধারণা হয়েছিল, তিনি ট্রাক কিনতে পারবেন না।
কেম্পেগৌড়ার সঙ্গে সেলসম্যানের রীতিমতো তর্কাতর্কি হয়। কেম্পেগৌড়া সেলসম্যানকে বলেন, আপনি এসইউভি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। পরে কেম্পেগৌড়াকে টাকা নিয়ে আসতে দেখে অবাক হয়ে যান ওই সেলসম্যান। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে পারেননি। সেলসম্যান জানান, গাড়ি ডেলিভারি দিতে অন্তত চারদিন লাগবে।
কেম্পেগৌড়া তখন রীতিমতো রেগে যান। তিনি ও তাঁর বন্ধু দাবি করেন, সেলসম্যানকে ক্ষমা চাইতে হবে। তখন শুরু হয় উত্তপ্ত তর্কবিতর্ক। শেষ পর্যন্ত পুলিশ এসে অশান্তি থামায়। সেলসম্যান কেম্পেগৌড়ার কাছে ক্ষমা চান। কেম্পেগৌড়া বলেন, আমি আপনার দোকান থেকে গাড়ি কিনব না।