Latest News

Kalna Suicide: হাতে পেন দিয়ে আঁকা ‘লাভ’ সাইন, বাড়িতেই গলা ফাঁস লাগানো অবস্থায় মিলল যুবকের দেহ

দ্য ওয়াল ব্যুরো: হাতে পেন দিয়ে আঁকা ‘লাভ’ সাইন। তার পরেই লেখা ‘দ্য এন্ড’। বাড়ি থেকেই মিলল যুবকের মৃতদেহ (Kalna Suicide)। ওই ঘটনা ঘিরে কালনার বন্দেবাজ মাঝেরপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সৌরভ মণ্ডল।

সৌরভের পিসোমশাই সুজন বসু জানিয়েছেন, আর পাঁচটা দিনের মতোই বুধবার রাতে খাওয়া-দাওয়া করে নিজে ঘরে শুতে গিয়েছিলেন সৌরভ। সকালে অনেকক্ষণ ধরে সৌরভের ঘরের দরজা বন্ধ ছিল। বহু ডাকাডাকির পরেও তিনি ওঠেননি। তাই পরিবারের লোকজন সৌরভের ঘরের দরজা ভেঙে ফেলেন। তারপর ঘরে ঢুকতেই দেখেন, সৌরভের নিথর দেহ সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। হাতের ঘড়ির কাঁটা বারোটায় ছুঁয়ে বন্ধ হয়ে গিয়েছে। বাঁ বাহুতে পেন দিয়ে আঁকা লাভ সাইন সঙ্গে লেখা ‘দ্য এন্ড’। তাতে পরিবারের লোকেদের অনুমান প্রেমঘটিত কারণেই আত্মঘাতী হয়েছে বাড়ির ছেলে।

Biryani Shop Shootout: ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার এক, উঠে আসছে ব্যবসায়িক শত্রুতার জের

সৌরভের বন্ধু গুপীনাথ মণ্ডল জানিয়েছেন, ওই যুবক বরাবরই চাপা স্বভাবের। স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করতেন। কারও সঙ্গে প্রেম ছিল কী না, তাঁরা জানেন না।

পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

You might also like