
দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে শিশুদের রক্ষা করতে যখন ঘরে ঘরে ব্যস্ততা, তখন সরকারি নির্দেশিকা অমান্য করেই খুলে গেল এক কিন্ডারগার্টেন। খুদে পড়ুয়াদের নিয়ে রমরমিয়ে ক্লাস চলছে কালনার (Kalna) গোয়ারার রবীন্দ্র কিন্ডারগার্টেন স্কুলে।
শুধু তাই নয়, পড়ুয়াদের অনেকের মুখেই মাস্ক নেই। স্যানিটাইজারও মজুত নেই ক্লাসে। আর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখেই ক্লাসরুমের দরজা বন্ধ করে দেন শিক্ষিকারা।
বীরভূমে বিয়েবাড়ির কফি মেশিনে হঠাৎ বিস্ফোরণ! ছটফটিয়ে মৃত্যু অতিথির
মুখ্যমন্ত্রী কোভিডবিধি মেনে আপাতত নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাস চালু করার কথা বলেছেন। ছোটদের ক্লাস এখনও এ রাজ্যে চালু করা হয়নি।
সরকারি নির্দেশিকা না মেনে কেন খোলা হয়েছে শিশুদের স্কুল? সে বিষয়ে স্পষ্ট করে কিছু উত্তর পাওয়া গেল না। কিন্তু খবর চাউর হতেই তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
ঘটনায় কালনা মহকুমা শাসক দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। করোনা আতঙ্ক কাটিয়ে গত সপ্তাহ থেকে আংশিক চালু হয়েছে হাইস্কুল ও কলেজ। তবে ছোটদের স্কুলে আসার সবুজ সংকেত এখনও মেলেনি রাজ্য সরকারের তরফে। সেই পরিস্থিতিতে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কচিকাঁচাদের নিয়ে কিন্ডাগার্টেন খোলার খবর রীতিমত আতঙ্কের। কার মদতে এমন সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ, তাই খতিয়ে দেখছেন মহকুমা শাসক।