
দ্য ওয়াল ব্যুরো: উরফি জাভেদ থেকে কিলি পল, বাংলার ‘কাচা চাদাম’ গানের তালে তাল মেলাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বাঁধা এই গানে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন, এখন তাঁকে সকলেই চেনেন (Kacha Badam)। এবার ভুবনের ভাইরাল সেই গানে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), রীতেশ দেশমুখও (Ritesh Deshmukh)।
আরও পড়ুন: দেশে সবচেয়ে উঁচু হাসপাতাল তৈরি করছে রাজস্থান সরকার, তুলনা প্যাটেলের মূর্তির সঙ্গে
বলি তারকাদের মধ্যে প্রথম থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘কাচা বাদাম’। সম্প্রতি মাধুরী দীক্ষিত নিজের ইনস্টাগ্রামে ‘কাচা বাদাম’ নাচের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে রীতেশ দেশমুখের সঙ্গে ভাইরাল এই গানের তালে কোমর দোলাচ্ছেন বলিউড ডিভা।
ভিডিওটি পোস্ট করে মাধুরী দীক্ষিত রীতেশ দেশমুখের উদ্দেশে লিখেছেন, দারুণ মজা হয়েছে, বলো? আমার সঙ্গে নাচে যোগ দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ।
বীরভূমের গ্রামের রাস্তায় কাচা বাদাম বিক্রি করেই দিন কাটাতেন ভুবন বাদ্যকর। বাদাম বেচার জন্য নিজের মতো করে গান বেঁধেছিলেন। সে গানে সুরও বসিয়েছিলেন নিজেই। পথচলতি লোকজন গান শুনে আকৃষ্ট হয়ে বাদাম কিনতে আসবেন, এটুকুই ছিল উদ্দেশ্য। কিন্তু না, প্রত্যাশার পারদ ছাপিয়ে গেছে ভুবনের গান। দেশ-বিদেশে সে গান এখন লোকের মুখে মুখে ফেরে। ভাষার দূরত্ব তুচ্ছ করে সকলেই ভুবনের গানে কোমর দুলিয়েছেন। পরিচিতি বেড়েছে, ভুবন ডাক পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। অনেকে অনেকরকম ভাবে তাঁকে সম্মান দিয়েছেন, অর্থসাহায্যও করেছেন, করেছেন তাঁর গানের কদর। মাধুরী দীক্ষিতও তাঁর গানে মঞ্চ মাতিয়ে দিলেন।