Latest News

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! কুস্তির পর কবাডি, ফের ক্রীড়া-কলঙ্কে জর্জরিত ভারত

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি নিয়ে টালমাটালের মধ্যেই এবার কাবাডিতেও (Kabaddi) একই অভিযোগ উঠল। কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন জাতীয় এক মহিলা কবাডি খেলোয়াড়। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করার অভিযোগও তুলেছেন তিনি।

২৭ বছর বয়সি এই জাতীয় ক্রীড়াবিদ গত সপ্তাহে দিল্লির বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, ২০১২ সাল থেকে যোগেন্দর নামে এক কোচের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করছিলেন ওই খেলোয়াড়। কিন্তু ২০১৫ সালে তাঁকে যোগেন্দর ধর্ষণ করেন। তারপর থেকেই মুখ বন্ধ রাখার হুমকি দেন।

দিল্লির এক ঊর্ধ্বতন পুলিশকর্তা জানিয়েছেন, ২০১৮ সালে কোনও এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরই জেতা টাকার ভাগ চান যোগেন্দর। কোচের দাবি মতো টাকাও দেন ওই খেলোয়াড়। কিন্তু ২০২১ সালে বিয়ের পর থেকেই ব্ল্যাকমেল শুরু করে যোগেন্দর। গোপন ছবি ফাঁসের ভয় দেখান বলে অভিযোগ জাতীয় কবাডি খেলোয়াড়ের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিগত মাস খানেক ধরে কুস্তিতে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা পথে নেমে বিক্ষোভ দেখান। কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় কুস্তি সংস্থা।

৩৬ রানে অলআউট! অতীত মনে করিয়ে রোহিতদের বিঁধছে অস্ট্রেলিয়া

You might also like