
দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) গাড়িতে ধাক্কা মারল ১০ চাকার লরি (Car Accident)! আজ, সোমবার সন্ধ্যায় দেগঙ্গার দিক থেকে কলকাতায় ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী। সেই সময়েই টাকি রোডের (Taki Road) উপরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সূত্রের খবর, মন্ত্রীর গাড়ির সঙ্গে আরও কয়েকটি গাড়ি ছিল। কিন্তু যে গাড়িটিতে ধাক্কা মারে, তাতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ওই লরিটিতে পাথর বোঝাই ছিল বলেও জানা গিয়েছে। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে।
জানা গেছে, আজ, সোমবার উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সন্ধেয় সেখান থেকেই ফিরছিলেন। চেনা পথেই প্রায়ই যাতায়াত করেন তিনি। কিন্তু আজ একটি লরি ব্রেকফেল করে, দেগঙ্গা ও নূরনগরের মাঝামাঝি এলাকায়। তার ফলেই বেশ জোরে গাড়িতে ধাক্কা মেরে বসে সেটি।
তবে মন্ত্রী জানিয়েছেন, তাঁর কোনও আঘাত লাগেনি। তাই প্রাথমিক ভাবে লরিটিকে আটক করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়।
দিদি নিজেই দেখবেন বীরভূম, অনুব্রত-বিরোধী কাজলকে নিয়ে বৈঠকে মমতার