Latest News

সাধের সংস্কার ভেঙে চুরমার, লোধা বলছেন, ‘ঝোপ বুঝে কোপ মেরেছেন কর্তারা’

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে রাজেন্দ্র মাল লোধার (Lodha BCCI) সংস্কার নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল একটা সময়। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় বোর্ডের (BCCI) আমূল সংস্কারে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটে কোনও সংস্থায় কোনও কর্তা টানা তিনবছর ক্ষমতায় থাকতে পারবেন না। তাঁকে কুলিং অফে যেতে হবে তিনবছর, তারপর তিনি ফিরতে পারবেন প্রশাসনে।

বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহদের ফের তিনবছরের জন্য ক্ষমতায় থাকার রায় দিয়েছে। তাতে কোর্টের প্রতি নয়, বরং বিসিসিআই কর্তাদের দিকে তোপ দেগেছেন। লোধা জানিয়েছেন, বহুদিন ধরে বোর্ড কর্তারা এই সংবিধান বদলের চেষ্টা করছিলেন। কিন্তু করতে পারছিলেন না। কারণ তাঁরা ক্ষমতালোভী। অবশেষে আদালতকে বুঝিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি বজায় রাখলেন।

জয় শাহই পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট! সৌরভ আইসিসি-র পথে

লোধা বলেছেন, আমি একজন কর্তাকে প্রশাসনে নয় বছরের বেশি রাখার পক্ষপাতি ছিলাম না। তাতে করে সেই কর্তার মধ্যে ক্ষমতা কেন্দ্রীকরণের প্রবণতা তৈরি হবে। আর নতুন কোনও মুখও উঠে আসবে না প্রশাসনে।

লোধার প্রশ্ন, এবারে বোর্ডে নিয়ম হয়েছে, টানা ১২ বছর, রাজ্য সংস্থায় ছয়বছর, আর বোর্ডে ছয়বছর প্রশাসনে থাকতে পারবেন। এই নিয়ম যদি বলবৎ হয়, তা হলে কুলিং অফ রাখার তো প্রয়োজনই নেই।

You might also like