
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (9-10 Recruitment Scam) ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল সিবিআইকে। সোমবার একটি মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) বলেন, ‘যে বা যারা টাকা পেয়েছে, তাদের ক্ষেত্রে সিবিআইয়ের এই ঢিলেঢালা মনোভাব কেন? এই ছ’বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছে।’
এদিন কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বেশ বিরক্তির সুরেই বলেন, ‘আদালতকে কেন বারবার বলে দিতে হচ্ছে, একে জিজ্ঞাসা করুন, ওকে জিজ্ঞাসা করুন? এটা তো তদন্তকারীদের করার কথা?’ বিচারপতি এ-ও জানতে চান, ‘নিয়োগ দুর্নীতিতে চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে সিবিআই?’ বিচারপতি মন্তব্য করেন, এটা ভাল দেখায় না যে আদালতকে সবটা বলে দিতে হচ্ছে। সিবিআইয়ের জন্যও এটা ভাল বিষয় নয়।
যারা টাকা নিয়েছে, যারা ওএমআর শিট বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে আদালত। বিচারপতি এও প্রশ্ন তুলেছেন, ‘কিছু সুবিধাভোগী এখনও কেন বাইরে? তাদের কেন হেফাজতে নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি?’
সোমবার সিবিআইয়ের উদ্দেশে আদালত স্পষ্ট করে বলেছে, দ্রুত মামলা শেষ করতে হবে। এই মামলা আর ঝুলিয়ে রাখা যাবে না। মামলা ঝুলে থাকার কারণে নিয়োগ আটকে রয়েছে। শূন্য পদ থেকে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।
মামলার দীর্ঘসূত্রিতার জন্য যে নিয়োগে সমস্যা হচ্ছে সে কথা শাসকদল বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আদালতও এদিন কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে কার্যত বার্তা দিয়ে দিল, অনন্তকাল ধরে তদন্ত চালিয়ে যাওয়া যাবে না। দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।
তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ ধর্ষণ মামলায় অস্বস্তিতেই, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ